উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার কঠোর ভাষায় পিয়ংইয়ংয়ের নিন্দা জানিয়েছে। তারা সর্বশেষ ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে ‘তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ গ্রহণের ব্যাপারে সম্মত হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার কঠোর ভাষায় নিন্দা জানানো একটি সর্বসম্মত বিবৃতি প্রকাশ করে। বিবৃতিটির খসড়া প্রণয়ন করে যুক্তরাষ্ট্র এবং সমর্থন জানায় পিয়ংইয়ংয়ের প্রধান মিত্র দেশ চীন। বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা পরিস্থিতি ঘনিষ্টভাবে পর্যবেক্ষণ করা এবং এক্ষেত্রে আরো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সম্মত হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালে উত্তর কোরিয়া তাদের প্রথম পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর জাতিসংঘ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে পাঁচ দফা নিষেধাজ্ঞা আরোপ করে।উত্তর কোরিয়া ডুবোজা হাজ থেকে জাপানের দিকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর নিরাপত্তা পরিষদ বুধবার রুদ্ধদ্বার বৈঠক করে। এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল উত্তর কোরিয়ার সর্বশেষ উস্কানিমূলক আচরণ।