north korea south

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সাবমেরিন থেকে পরিচালিত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সফল বলে দাবি করেছেন। তিনি এটিকে ‘বড় রকমের সাফল্য’ বলে উল্লেখ করেন।

chardike-ad

কিম জং উন ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, এই পরীক্ষা দ্বারা পারমাণবিক সামরিক শক্তির নিরিখে ‘সামনের সারিতে’ চলে আসবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বুধবার সাবমেরিন (২৪ আগস্ট) থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। কেএন-১১ ক্ষেপণাস্ত্রটি ৩০০ মাইল বা ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যায়। দক্ষিণ কোরিয়া সরকার ও বিশেষজ্ঞরা জানান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকল্প কারিগরি দিক থেকে উন্নত হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দক্ষিণ কোরিয়ায় উচ্চতর ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব বলে মনে করে।