Search
Close this search box.
Search
Close this search box.

NOTE 7স্যামসাং গ্যালাক্সি নোট৭ ফ্যাবলেট মেরামত করা নাকি ভীষণ কঠিন! এমনটিই উঠে এসেছে আইফিক্সইটের গবেষণায়। টিয়ারডাউন বিশ্লেষকরা স্যামসাং গ্যালাক্সি নোট৭-এর ভেতরে থাকা যন্ত্রাংশগুলো খুলে মেরামত করে আগের পর্যায়ে নিয়ে আনার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তারা বলছেন, এ স্মার্টফোন মেরামত দুঃসাধ্য। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

টিয়ারডাউন হচ্ছে, প্রযুক্তিপণ্যের ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ, চিপ ও সিস্টেমের কার্যকারিতা। বিশেষজ্ঞরা বলছেন, গ্যালাক্সি নোট৭-এর ফ্রন্ট গ্লাস ডিসপ্লের ক্ষতি না করে কোনোভাবেই কিছু পরিবর্তন করা সম্ভব নয়। কার্ভড প্রকৃতিই এর মূল কারণ। আইফিক্সইটের তথ্য অনুযায়ী, সামনে ও পেছনের গ্লাসের কারণে রিয়ার গ্লাসটি খুবই পুরু। এতে ডিভাইসের ভেতরে প্রবেশ করা কঠিন। তবে স্যামসাং গ্যালাক্সি এস৭ ও এস৭ এজের সঙ্গে বেশ সামঞ্জস্য রয়েছে গ্যালাক্সি নোট৭-এর ভেতরের যন্ত্রাংশের।

chardike-ad