নিজেদের মেসেজিং অ্যাপে বিজ্ঞাপন দেখানোর সেবা ‘অ্যাড বুট’ যোগ করছে ফেসবুক। এতে বিভিন্ন ব্র্যান্ডের বুট থেকে পণ্য বা সেবা কেনার পাশাপাশি তাদের বিভিন্ন বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনের মেসেজ পাবেন ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা।
না, এই সব বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশনের মেসেজ আপনার ব্যক্তিগত কথোপকথনে বিরক্তিকর অবস্থা তৈরি করবে না। যদি করে, তবে সাথে সাথে তা ব্লক করেও দিতে পারবেন।
আর হ্যাঁ, এসব বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন অনুরোধের ফাঁক গলে কেউ স্ক্যাম ছড়ানোরও সুযোগ পাবে না। এক ব্লগ পোস্টে মেসেজিং অ্যাপটিতে ‘অ্যাড বুট’ যোগ করার ঘোষণার পাশাপাশি এইসব তথ্যও জানিয়েছে ফেসবুক।
বৃহস্পতিবারের ওই পোস্টে ফেসবুকের হয়ে এর প্রোডাক্ট ম্যানেজার সেথ রোজেনবার্গ লিখেন, ‘একজন ব্যবহারকারী কোনো ব্যবসায় বুটের পাঠানো মেসেজ গ্রহণ করলেই তবে তাদের মধ্যে কথাবার্তা আগাবে। যদি কেউ কোনো ব্যবসায় বুটের পাঠানো মেসেজ বা বিজ্ঞাপন দেখতে না চান তবে তা ব্লক করে দিতে পারবেন, বা মিউট করে রাখতে পারবেন।’
তবে খারাপ খবর হলো ব্যবসায় বুটগুলো সাথে চলা যোগাযোগ এন্ড-টু-এন্ড ‘এনক্রিপডেট’ হবে না।