সিরিয়া-তুরস্ক সীমান্তের আতমেহ চেকপোস্টে অবস্থানকালে একটি বাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববারের এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী যোদ্ধাদের কয়েকজন বাসটিতে আরোহী ছিলেন। জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে তুরস্কের সিএনএন টার্ক টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী আতমেহ শরনার্থী শিবিরের প্রবেশমুখে এ হামলার ঘটনা ঘটে।
প্রসঙ্গত, আতমেহ সীমান্তটি সিরিয়ার ইদলিব প্রদেশে অবস্থিত। এটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের অন্যতম প্রধান ঘাঁটি।