কার্বন নিঃসরণ জালিয়াতির ঘটনায় ক্ষমা চেয়েছেন ভক্সওয়াগন কোরিয়ার সিইও জোহানেস ট্যামার। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
সিউলে সরকারি কৌঁসুলিরা গতকাল শুক্রবার ভক্সওয়াগন কান্ট্রি প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন।
২০০৯ সাল থেকে ভক্সওয়াগন ত্রুটিপূর্ণ ডিজেল গাড়ি বাজারে ছাড়লেও মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ) ২০১৫ সালে বিষয়টি প্রথম জনসম্মুখে তুলে ধরেন।
এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার বাজারে ভক্সওয়াগনের চাহিদা ৩৩ শতাংশ কমে যায় এবং ১৬ সালের প্রথমার্ধে মাত্র সাড়ে ১২ হাজার গাড়ি বিক্রি হয়। গত সপ্তাহে দেশটির পরিবেশ মন্ত্রণালয় ভক্সওয়াগনের ৮০টি মডেলের প্রায় ৮৩ হাজার গাড়ির সনদ বাতিল করে। একই সঙ্গে কোম্পানিটিকে ১ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করা হয়।