Search
Close this search box.
Search
Close this search box.

chang

আর্চারিতে দক্ষিণ কোরিয়াকে দ্বিতীয় সোনা এনে দিলেন চাং হে-জিন।এর মধ্য দিয়ে এই ইভেন্টে গত নয় অলিম্পিকের মধ্যে আটবার চ্যাম্পিয়ন হলো দক্ষিণ কোরিয়া। এটি চাংয়ের নিজের দ্বিতীয় সোনা। গতকাল অবধি দেশটির দখলে ছিল চারটি স্বর্ণপদক।  রিও গেমসের ষষ্ঠ দিন বৃহস্পতিবারে চ্যাং ফাইনালে ৬-২ পয়েন্টে হারান জার্মানির লিসা উনরুহকে।

chardike-ad

চাং ব্যক্তিগত ইভেন্টে গত অলিম্পিকের চ্যাম্পিয়ন কিকে হারিয়ে ফাইনালে ওঠেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই ফেন্সারকে ১৫-৮ পয়েন্টে হারিয়ে সেইবারের পুরুষ এককের শিরোপা ধরে রেখেছেন হাঙ্গেরির আরন সিলাগি।

এছাড়া সবচেয়ে কম সময়ে কোর্স শেষ করে ক্যানু  স্ল্যালমের ছেলেদের কায়াক সিঙ্গেল ইভেন্টে সোনা জিতেছেন যুক্তরাজ্যের জোসেফ ক্লার্ক।

রিও গেমসের পঞ্চম দিনে ২৪টি গেটের ভেতর দিয়ে ঠিকঠাক কায়াক চালিয়ে নিয়ে আসতে ৮৮.৫৩ সময় নিয়েছেন ক্লার্ক। স্লোভানিয়ার পিটার কাউজার ৮৮.৭০ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়।