স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “আমাদের দেশে কোনোদিন জঙ্গিবাদ ছিলো না, থাকতে পারে না।”
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশের নতুন অ্যাপস হ্যালো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের পুলিশ অত্যন্ত দক্ষ ও দেশপ্রেমিক। আপনারা দেখেছেন গুলশান ও শোলাকিয়ায় তারা অত্যন্ত বীরত্বের সঙ্গে জঙ্গিদের মোকাবেলা করেছেন। সেসব জায়গায় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।”
তিনি বলেন, পুলিশ জঙ্গি ও সন্ত্রাস দমনে আরো সফল হবে এই কামনাই করি।