গত রবিবার দক্ষিণ কোরিয়ায় পালিত হয়েছে হিন্দু ধর্মের রথযাত্রা উতসব। বিদেশী অধ্যুষিত এলাকা সংউরির রাধাকৃষ্ণ মন্দিরে এই রথযাত্রা অংশ নেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের হিন্দু প্রবাসীরা। রথযাত্রার আগে ধর্মীয় আলোচনা, কীর্তন, আরতিসহ বিভিন্ন আয়োজনে দেন অতিথিসহ আগত প্রবাসীরা। বিপুল উৎসাহ ও উদ্দীপনায় নৃত্য-গীতের সাথে খালি পায়ে রথ টেনে নিয়ে যাওয়া হয়। প্রতিবছরের মত এবারো দক্ষিণ কোরিয়ায় সফলভাবে শেষ হলো রথযাত্রা।
উল্লেখ্য, ছুটির দিনে পালিত হওয়া উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীরা রথযাত্রায় যোগ দেন।