download (4)চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস তাদের সর্বশেষ বাজারে আসা স্মার্টফোনের অনলাইন প্রচারণার জন্য একটি ছবি পোস্ট করে। কিন্তু পরবর্তীতে বিতর্কিত ওই ছবি ঘিরে নেতিবাচক আলোচনা শুরু হয়। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাসে হুয়াওয়ের অফিশিয়াল পেজে আপলোডকৃত ওই ছবির ক্যাপশন ছিল— সুন্দর এক সূর্যোদয় মুহূর্তে ডেলিশাসলি এলাকে (একজন মডেল) ছবিতে ধারণ করতে সক্ষম হয়েছি। হুয়াওয়ের নতুন ডিভাইস এমন কম আলোতেও ছবি তোলা আনন্দময় করে তোলে। কিন্তু গুগল প্লাসের ছবির পাশে স্বয়ংক্রিয়ভাবে দেখানো ইমেজ মেটাডাটায় দেখা যায়, পোস্ট করা ওই ছবি আসলে ক্যানন প্রফেশনাল ক্যামেরায় ধারণ করা। স্মার্টফোন নিউজ সাইট অ্যান্ড্রয়েড পুলিশের একজন লেখক সর্বপ্রথম অসামঞ্জস্যটি নজরে আনেন।

chardike-ad

হুয়াওয়ে দাবি করে, নতুন একটি বিজ্ঞাপনের রেকর্ডিংয়ের সময় ছবিটি তোলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, স্বীকার করছি ছবিটির ক্যাপশন নিয়ে আরো স্পষ্ট হওয়া দরকার ছিল। আমাদের কখনই ভুল কোনো ধারণা দেয়ার ইচ্ছা ছিল না। আমরা ক্ষমাপ্রার্থী, ছবিটি এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে।