ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় পুলিশের ওপর জঙ্গি হামলা মামলার আসামি জাহিদুল হক ওরফে তানিমকে (২৪) ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
গতকাল রোববার রাতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস সালাম খান এ আদেশ দেন। এর আগে আসামি তানিমকে অত্যন্ত গোপনীয়তার মধ্যে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মুর্শেদ জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
এ ছাড়া এ মামলার অপর আসামি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেফাজতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন শরীফুল ইসলামকে (২২) সুস্থ হওয়ার পর দ্রুত আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।
গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গি হামলায় দুজন পুলিশ সদস্য, এক জঙ্গি ও এক নারী নিহত হন। এ ঘটনায় গতকাল সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলার আসামিরা হলেন- শরীফুল ইসলাম ও জাহিদুল হক ওরফে তানিম। শফিউলের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে। জাহিদুলের বাড়ি কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায়।
নিহত জঙ্গি আবির রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গতকাল তার ছাত্রত্ব বাতিল করে দেয় কর্তৃপক্ষ।