Search
Close this search box.
Search
Close this search box.

7BhPHpJcp0eTবাবা হত্যার বদলা নেওয়ার হুমকি দিয়েছেন সাবেক আল-কয়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। ২১ মিনিটের একটি ভিডিও বার্তায় হামজা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর হামলার কথা বলেন।

ভিডিও বার্তায় লাদেন পুত্রের তীব্র মার্কিন বিদ্বেষের পাশাপাশি; মধ্যপ্রাচ্যের দেশগুলির উপর যেভাবে আমেরিকা হামলা চালাচ্ছে, তা ইসলাম বিরোধী বলে মন্তব্য করেন। তাই দ্রুত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর হামলার প্রত্যয় ব্যক্ত করেন হামজা।

chardike-ad

একই সঙ্গে, বাবার হত্যাকারীদের চরম প্রতিশোধের হুশিয়ারি দেওয়া হয় এ ভিডিও বার্তায়। হামজা দাবি করেছেন: আল-কায়েদা আগের মতোই সু-সংগঠিত এবং শক্তিশালী। তারা সবাই এক একজন ওসামা, যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের বিরুদ্ধে তাদের আক্রমণ চলতেই থাকবে।

এটা শুধু ব্যক্তি লাদেনের জন্য নয় বরং যারা ইসলামকে রক্ষা করেছেন তাদেরকে হত্যার প্রতিশোধ।

বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের উপর অত্যাচারের প্রতিশোধের হুমকিও দেওয়া হয়েছে অডিও বার্তায়।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানে নিহত হয়েছিলেন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন।