Search
Close this search box.
Search
Close this search box.

job hunt

কোরিয়ায় চাকরির প্রত্যাশীদের প্রথম পছন্দ কোরিয়ার সার্চ ইঞ্জিন নেভার। কোরিয়াতে সর্বাধিক ব্যবহৃত এই পোর্টাল কোরিয়ার গুগল বলে খ্যাত।  শপিং, বিনোদন, সংবাদসহ দৈনন্দিন কাজের সবই পাওয়া যায় এই পোর্টালে। চাকরি প্রত্যাশীদের মধ্যে এর পরের পছন্দ কোরিয়ার আরেক জায়ান্ট সিজে। স্যামসাং পরিবারের সাবেক সদস্য সিজে’র পরের অবস্থান কসমেটিক কোম্পানী আমোরে প্যাসিফিকের।

chardike-ad

এছাড়া সেরা দশে জায়গা করে নিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স, ন্যাশনাল হেলথ ইন্সুরেন্স সার্ভিস, হুন্দাই মটর, এশিয়ানা এয়ারলাইন্স এবং কোরিয়ান এয়ার। চাকরিদাতা প্রতিষ্ঠান ইনক্রুটের একজন কর্মকর্তা জনাইয়েছেন চাকরিপ্রার্থীরা উচ্চবেতনের চেয়ে কোম্পানির ভিশন এবং চাকরির স্থায়িত্বকে বেশি গুরুত্ব দিচ্ছেন।