Search
Close this search box.
Search
Close this search box.

in-300-iraq-syria-border-maইরাকের রাজধানী বাগদাদে রোববারের ভয়াহ আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। ইরাক সরকার একথা জানিয়েছে। ২০০৩ সালে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণের পর থেকে এটাই সবচেয়ে ভয়াবহ সহিংস হামলার ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জনাকীর্ণ কাররাদা এলাকায় বিস্ফোরকভর্র্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। আসন্ন ঈদকে সামনে রেখে মার্কেটটিতে মানুষ কেনাকাটায় ব্যস্ত ছিল। তথাকথিত ইসলামিক স্টেট বলেছে, তারা এই আত্মঘাতী হামলা চালিয়েছে।

chardike-ad