আইপিএল মিশন শেষ হতেই ঢাকায় চলে আসেন সাকিব আল হাসান। ঢাকায় ফেরার একদিনের মাথায় মাঠে নেমে পড়েন এ অলরাউন্ডার। আবাহনীর হয়ে টানা খেলে গেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সাকিবের রয়েছে বড় অবদান। ঢাকা প্রিমিয়ার লিগের রেশ না কাটতেই সাকিবকে ছুঁটতে হচ্ছে নতুন মিশনের উদ্দেশ্যে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। বিসিবি সূত্রে জানা গেছে, এমিরেটসের রাত ৮টার ফ্লাইটে সাকিব ঢাকা ছাড়বেন।
আগামী ২৯ জুন সিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠলেও সাকিবের দল জ্যামাইকা তালাওয়াসের প্রথম ম্যাচ সেন্ট কিটসের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ জুলাই।
২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। বল হাতে ৬ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন সবার। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অবশ্য তার খেলা হয়নি। ছাড়পত্র পাননি বিসিবির। সর্বশেষ আসরেও খেলা হয়নি সাকিবের। কারণ তখন বাংলাদেশ দলের আন্তর্জাতিক সিরিজ ছিল। দুই আসর পর আবারও সিপিএলে অংশ নিতে যাচ্ছে সাকিব।
একনজরে সাকিবের দলের খেলার সূচি:
০২ জুলাই, ২০১৬- জ্যামাইকা-সেন্ট কিটস- রাত ১০টা
০৫ জুলাই, ২০১৬- জ্যামাইকা-ত্রিনিদাদ নাইট রাইডার্স- ভোর ৫টা
০৮ জুলাই, ২০১৬- জ্যামাইকা-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৫টা
১২ জুলাই, ২০১৬- জ্যামাইকা-বার্বাডোজ ট্রাইডেন্টস- ভোর ৬টা
১৬ জুলাই, ২০১৬- জ্যামাইকা-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৬টা
১৭ জুলাই, ২০১৬- জ্যামাইকা-সেন্ট কিটস- ভোর ৪টা
১৯ জুলাই, ২০১৬- জ্যামাইকা-ত্রিনিদাদ নাইট রাইডার্স- ভোর ৬টা
২১ জুলাই, ২০১৬- জ্যামাইকা-বার্বাডোজ ট্রাইডেন্টস- ভোর ৬টা
৩০ জুলাই, ২০১৬- জ্যামাইকা-সেন্ট লুসিয়া জুকস- রাত ১০টা
১ আগস্ট, ২০১৬- জ্যামাইকা-সেন্ট লুসিয়া জুকস- রাত ২টা