Search
Close this search box.
Search
Close this search box.

download (1)দেশের মাটিতে পাকিস্তানকে কাঁপিয়ে শুরু। এরপর ভারতের মতো দৈত্যবধ। এরপর দক্ষিণ আফ্রিকা। রূপকথার মতো মুস্তাফিজের আবির্ভাব। আর একের পর এক ক্রিকেট শক্তিকে ধসিয়ে লাল সবুজ পতাকা মেলে ধরা।

আর এরপর ভারতের মাটিতে প্রথমবারের মতো আইপিএলের আসরে ডাক। আর তাতেই বাজিমাত। সেরা ব্যাটসম্যানদের নাকানি চুবানি দিয়ে মুস্তাফিজ জয় করে নিলেন নিজ দল হায়দরাবাদ সানরাইজার্সের মন। যে দলটা কি না আশাও করেনি সে দলই জিতে নিল আইপিএলের শিরোপা!

chardike-ad

ওই দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তো বলেই দিয়েছেন তিনি ফিজ মানে মুস্তাফিজের ভক্ত। শুধু কি তাই ফিজের ভক্তের তালিকায় আছেন ওয়ানডে ও টি টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়ক মাশরাফিও। আর ওই ‘ভক্ত’দের সঙ্গে সেলফি আছে মুস্তাফিজের।  আছে সময় কাটানোর বিভিন্ন স্মৃতিও।

কিন্তু দেশে আসার পর মুস্তাফিজ টের পেয়েছেন বেড়েছে তাঁর ভক্তের সংখ্যা। সাতক্ষীরা তেঁতুলিয়াতে সবে গতকাল মঙ্গলবার রাতেই পৌঁছেছেন তিনি । কিন্তু নতুন-পুরানো ভক্তের আনাগোনা পরের দিন সকাল থেকেই। ভক্তরা ছবি তুলতে চায়। কথা হোক আর না হোক। কিন্তু তাতেও আবদার যায় না। আরো কিছু চাই।

অবশেষে ভক্তরা মেলে ধরেন কাগজ। ‘ভাই অটোগ্রাফও দেন।’

লাজুক মুস্তাফিজ না করেন না। নীল কালিতে লিখে দেন নিজের নাম।