Magazine Cover pageবিসিকে’র বার্ষিক ম্যাগাজিন ‘উজানভাটি’ প্রকাশিত হতে যাচ্ছে আগামীকাল বাংলাদেশ উৎসবে। ২০১৩ সালে বিসিকের আত্মপ্রকাশের পর এইটাই প্রথম ম্যাগাজিন। কোরিয়া প্রবাসীদের একক সংগঠন বিসিকে’র কার্যক্রম ছাড়াও কোরিয়া প্রবাসীদের গল্প, কবিতাসহ নানা তথ্য দিয়ে সাজানো হয়েছে ম্যাগাজিনটি।

আগামীকাল সিউলের বাংলাদেশ উৎসবে ম্যাগাজিনটির উন্মোচন করবেন সিউলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান।

chardike-ad