তাইওয়ানের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)’র নেত্রী সাই ইং-ওয়েন। এবছর জানুয়ারিতে বিপুল ভোটে বিজয়ী হয় ডিপিপি।
এই জয়ের মাধ্যমে পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে চীনের সম্পর্ক কিছুটা উষ্ণ হবে বলে মনে করা হচ্ছে। কারণ অনেকদিন ধরেই ‘অবাধ্য’ তাইওয়ানে পূর্ণ নিয়ন্ত্রণ চেয়ে আসছে চীন। অনেকটা ঐতিহ্যগতভাবেই চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে ডিপিপি।
নির্বাচিত হয়ে সাই ইং-ওয়েন চীনের সঙ্গে থাকার কথা জানিয়েছেন। তবে চীনকে তাইওয়ানের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৫৯ বছর বয়সী সাই-ওয়েনের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা এবং অর্থনীতিকে গতিশীল করা।এ বিষয়ে রাজধানী তাইপে’তে আনুষ্ঠানিক ভাষণ দেবেন নব নির্বাচিত প্রেসিডেন্ট।