najmul hasa bakiআগামীকাল সিউল সেন্ট্রাল মসজিদে নাজমুল ইসলাম বাকি’র জানাজা সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। কোরিয়া প্রবাসী নাজমুল হাসান বাকি গত মংগলবার উইজংবু সংমো হাসপাতালে মৃত্যুবরণ করেন।নাজমুল হাসান বাকিকে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল জানাজা শেষে কোরিয়াতে দাফন করা হবে।

নাজমুল হাসান বাকি দীর্ঘদিন ধরে কোরিয়ায় বসবাস করে আসছিলেন। ঢাকার নারিন্দার বাসিন্দা বাকি কোরিয়ার বিশেষকরে উইজংবু এলাকায় পরিচিত মূখ ছিলেন। তিনি বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র নতুন নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বাকি’র পরিবার এবং বন্ধুবান্ধবগণ বাকি’র জন্য দোয়া চেয়েছেন।

chardike-ad