মিয়ানমারের কানবাওজা ব্যাংকের (কেবিজেড) সঙ্গে একটি সহযোগিতা চুক্তি করেছে দক্ষিণ কোরিয়ার কেইবি হানা ব্যাংক। অর্থ স্থানান্তর ও বাণিজ্যে অর্থায়ন কার্যক্রমের ব্যাপারে এ চুক্তি স্বাক্ষর হয়।
দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহত ব্যাংক হোল্ডিং কোম্পানি হানা ফিন্যান্সিয়াল গ্রুপ ইউনিট জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানটি মায়ানমারের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনার বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত মায়ানমারের শ্রমিকদের অর্থ স্থানান্তর সেবা প্রদানই দুটি ব্যাংকের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের প্রধান লক্ষ্য। দক্ষিণ কোরিয়ায় কর্মরত ৬ লাখ ৩০ হাজার বিদেশী শ্রমিকের মধ্যে মিয়ানমারের রয়েছেন ২০ হাজার।