Search
Close this search box.
Search
Close this search box.

antipodভাবুন তো বিষয়টা কেমন হবে, এক কাপ চা তৈরি করতে যে সময়টা লাগে, ওই সময়ের মধ্যেই আপনি নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছে যাবেন।

আপনার সুবিধার জন্য এবার এমন বিমানের পরিকল্পনা করেছে কানাডার বিমান ডিজাইনার চার্লস বম্বেডিয়া। তার নতুন উদ্ভাবনী পরিকল্পনার অ্যান্টিপড নামক বিমানটি রকেট গতিতে ছুটে নিউইয়র্ক থেকে লন্ডন যেতে অ্যাটলান্টিক মহাসাগর পারি দিয়ে মাত্র ১১ মিনিটে পৌঁছাতে পারবে।

chardike-ad

আকাশপথে ১০ জন যাত্রী পরিবহন সুবিধার অ্যান্টিপড বিমানটি ঘণ্টায় ১২ হাজার ৪৩০ মাইল পারি দিতে সক্ষম হবে এবং নিউইয়র্ক থেকে লন্ডন (৩৪৫৯ মাইল) পৌঁছাতে সময় নেবে মাত্র ১১ মিনিট!

নিউইয়র্ক থেকে প্যারিস (৩৬২৫ মাইল) পৌঁছাতে সময় নেবে ১২ মিনিট। নিউইয়র্ক থেকে টোকিও (৬৭৩৭ মাইল) পৌঁছাতে সময় নেবে ২২ মিনিট। নিউইয়র্ক থেকে দুবাই (৬৮৩৬ মাইল) পৌঁছাতে সময় নেবে ২২ মিনিট। নিউইয়র্ক থেকে সাংহাই (৭৩৬৪ মাইল) পৌঁছাতে সময় নেবে ২৪ মিনিট। নিউইয়র্ক থেকে হংকং (৮০৪০) পৌঁছাতে সময় নেবে ২৬ মিনিট। নিউইয়র্ক থেকে সিডনি (৯৯২৯ মাইল) পৌঁছাতে সময় নেবে ৩২ মিনিট।

এটি তরল অক্সিজেন কিংবা রকেটের কেরোসিন দ্বারা চালিত হতে পারে। ফলে অবিশ্বাস্য গতির এই বিমানটির নির্মাণের ঘোষণার অপেক্ষায় এখন আকাশ পথে ভ্রমণ পিপাসুরা।

তথ্যসূত্র: মেট্রো