দ. কোরিয়ার স্বাস্থ্যসেবা ও প্রসাধনী শিল্পকে বহির্বিশ্বে সম্প্রসারিত করতে ও প্রতিযোগিতামূলক বাজারে এসব শিল্পের অবস্থান সুসংহত করতে ১৫ হাজার কোটি উওনের একটি তহবিল গড়ে তোলার কথা জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় ৩ হাজার কোটি ও ১০টি বেসরকারি প্রতিষ্ঠান বাকি ১২ হাজার কোটি উওনের যোগান দিচ্ছে। কেবি ইনভেস্টমেন্ট কোং ও সলিডাস ইনভেস্টমেন্ট কোংকে এই তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বাস্থ্যসেবা শিল্পে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহকে আর্থিক সহায়তা প্রদানই এই তহবিল গঠনের উদ্দেশ্য। এর মধ্যে ৫০ শতাংশ অর্থ ওষুধ, প্রসাধনী ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারকদেরকে এবং ২০ শতাংশ বিদেশে কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী চিকিৎসা প্রতিষ্ঠানসমূহকে প্রদান করা হবে।”
মন্ত্রণালয় বলছে তহবিলটি যেন দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে এটি প্রাথমিকভাবে আট বছর চালু থাকবে।