Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ার স্বাস্থ্যসেবা ও প্রসাধনী শিল্পকে বহির্বিশ্বে সম্প্রসারিত করতে ও প্রতিযোগিতামূলক বাজারে এসব শিল্পের অবস্থান সুসংহত করতে ১৫ হাজার কোটি উওনের একটি তহবিল গড়ে তোলার কথা জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় ৩ হাজার কোটি ও ১০টি বেসরকারি প্রতিষ্ঠান বাকি ১২ হাজার কোটি উওনের যোগান দিচ্ছে। কেবি ইনভেস্টমেন্ট কোং ও সলিডাস ইনভেস্টমেন্ট কোংকে এই তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বাস্থ্যসেবা শিল্পে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহকে আর্থিক সহায়তা প্রদানই এই তহবিল গঠনের উদ্দেশ্য। এর মধ্যে ৫০ শতাংশ অর্থ ওষুধ, প্রসাধনী ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারকদেরকে এবং ২০ শতাংশ বিদেশে কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী চিকিৎসা প্রতিষ্ঠানসমূহকে প্রদান করা হবে।”

chardike-ad

মন্ত্রণালয় বলছে তহবিলটি যেন দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে এটি প্রাথমিকভাবে আট বছর চালু থাকবে।