Multi-Ethnic Group Of People Holding The Word Internet

সিউল সাবওয়েতে যুক্ত হতে যাচ্ছে হাই স্পিড ইন্টারনেট। আগামী  বছরের জানুয়ারী থেকে ইন্টারনেট কানেকশনের কাজ শুরু করে ২০১৭ সালের অক্টোবরের মধ্যে সব লাইনেই ইন্টারনেট যুক্ত করবে সিউল সিটি। বর্তমানে বিভিন্ন কোম্পানীর ইন্টারনেট থাকলেও গতি অনেক স্লো এবং অনেক গ্রাহক ফ্রি ব্রাউজ করতে পারেন না। সিউল সিটির হাই স্পিড ইন্টারনেট যুক্ত হলেও ফ্রিতে সবাই হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।

chardike-ad

সিউল সিটি জানিয়েছে আগামী বছরের শুরুতেই ৪ নাম্বার এবং ৮ নাম্বার লাইন দিয়েই ইন্টারেন্ট কানেকশন শুরু হবে এবং ২০১৭ সালের অক্টোবরের মধ্যে সব লাইনেই ইন্টারনেট কানেকশনের কাজ শেষ হবে।