হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৭০২টি বিদেশি মোবাইল জব্দ করেছে ঢাকা কাস্টমস। বৃহস্পতিবার দুপুরে এসব মোবাইল জব্দ করা হয়। গত ৮ নভেম্বর মিথ্যা ঘোষণা দিয়ে এসব মোবাইল আনা হয়।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহিদুজ্জামান জানান, ওই মোবাইল ফোন সেটগুলোর দাম ৩ কোটি ৫ লাখ টাকা।
তিনি বলেন, ওইদিন মিথ্যা ঘোষণা দিয়ে হংকং থেকে বন্দরের কার্গো ভিলেজে আসে ১৬টি মাস্টার কার্টন। বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে এগুলো থেকে ওই মোবাইল জব্দ করে কাস্টমসের সার্ভিলেন্স টিম।
কাস্টমস কর্মকর্তা জানান, জব্দ ফোনের মধ্যে রয়েছে- আইফোন, স্যামসাং ও সনি এরিকসন।