sobnom-parvinঅভিনেত্রী শবনম পারভীন হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর লুবনা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। বর্তমানে সেখানে আইসিইউতে তার চিকিৎসা চলছে।

তার পারিবারিক সূত্র থেকে আরো জানা গেছে, গতকাল রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শবনম। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা সম্পর্কে চিকিৎসকরা এখনই কিছু বলতে পারছেন না। তাকে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

chardike-ad

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের সুঅভিনেত্রী শবনম পারভিন। তবে শুধুই চলচ্চিত্র জগতে সীমাবদ্ধ নয় তার পদচারনা। একাধারে রেডিও এবং টেলিভিশনেও সমান জনপ্রিয়তায় অসংখ্য কাজ রয়েছে তার। তবে হুমায়ূন আহমেদের নাটক-চলচ্চিত্র দিয়েই তিনি কৌতুক অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।