Search
Close this search box.
Search
Close this search box.

moodysদক্ষিণ কোরিয়ার ঋণমান একধাপ বাড়িয়ে এএ২ থেকে এএ৩ করেছে মুডি’স ইনভেস্টর সার্ভিস। ঋণ পরিশোধে দৃঢ় ও স্থিতিশীল অবস্থান এবং আর্থিক বিষয়ে দূরদর্শী অবস্থানের সুবাদেই সিউলের ঋণমান বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি ঋণমানের পূর্বাভাস ইতিবাচক থেকে স্থিতিশীল করা হয়েছে। খবর ব্লুমবার্গ।

দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় মুডি’সের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছে, সংস্থাটির দেয়া ঋণমান চীনের চেয়ে একধাপ উপরে এবং জাপানের তুলনায় দুধাপ বেশি। এই প্রথমবারের মতো শীর্ষস্থানীয় কোনো ঋণমান নির্ধারক সংস্থা থেকে তৃতীয় সর্বোচ্চ রেটিং পেল দক্ষিণ কোরিয়া। প্রথম সারির অন্য দুই সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর’স (এসঅ্যান্ডপি) ও ফিচ দেশটির ঋণমানে এএ মাইনাস রেটিং দিয়েছে।

chardike-ad

অর্থনৈতিক ও আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠায় দক্ষিণ কোরিয়ার ঋণমান বাড়ানো হয়েছে বলে মুডি’সের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে। দেশটির অর্থনীতি ধীরে ধীরে প্রসারিত হয়ে আগামী পাঁচ বছর নাগাদ তা ৩ শতাংশের ওপর পৌঁছে যাবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।