কান পাতলেই শোনা যাচ্ছিল খবরটা। কিন্তু সত্যতা স্বীকার করছিলেন না কেউই। তবে শেষ পর্যন্ত ঘটনা সামনে চলেই এল। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন তৃতীয়বার বিয়ে করলেন দীর্ঘদিনের বান্ধবী শ্যানন মেরিকে।
প্রথমবার এঁদের দুইজনকে দেখা যায় ২০১৩ সালে। প্যারিসে ছুটি কাটাতে গিয়েছিলেন দুইজনে। তবে চেষ্টা করেও সাধারণের চোখ এড়িয়ে যায়নি খবরটি। শ্যানন তখন জানান, তিনি এবং আজহার দীর্ঘদিনের বন্ধু এবং ‘খুব ভালো’ বন্ধু। আকস্মিকভাবে দু’ জনের দেখা হয়ে গেছে প্যারিসে। ব্যাপারটি যে কাকতালীয় ছিল না তা এখন বোঝা যাচ্ছে।
কিছুদিন আগে দিল্লিতে আইপিটিএল ম্যাচ চলাকালীন দু’জনকে দেখা যায় গ্যালারিতে। খবরটি প্রকাশ পায় শনিবার। আজহারের দীর্ঘদিনের ড্রাইভার জান মহম্মদ প্রয়াত হওয়ায় তিনি গিয়েছিলেন পরিবারকে সমবেদনা জানাতে। সে সময় শ্যাননকে স্ত্রী হিসাবে পরিচয় দেন আজহার। মনে করা হচ্ছে, পরিচয় লুকোতেই শ্যানন বোরখা পরেই গিয়েছিলেন। সেখানে গিয়ে সকলের সঙ্গে আজহারের স্ত্রী হিসাবে পরিচয় করেন।
সূত্র: এই সময়