৭২ ফুট লম্বা ইলিশ মাছ। আর তার ভেতরে রেস্তোরাঁ। ইলিশের পেটের ভেতরেই বসে খাওয়া যাবে ইলিশের হরেক পদ।
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় উদ্বোধনের অপেক্ষায় এমনই একটি রিসোর্ট যার নাম ‘ইলিশ পার্ক অ্যান্ড রিসোর্ট’। এলজিইডি বাংলো সংলগ্ন পার্কটি থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, পর্যটকদের বিনোদনে বাড়তি কিছু যোগ করতেই দুই বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে ইলিশ পার্ক অ্যান্ড রিসোর্ট। এখানে রয়েছে গাড়ি পার্কিং, চারটি রাস্তা, ৫টি গোল ঘর, ইলিশ ক্যাফে, লেক, ফিস মিউজিয়াম, ফটোগ্যালারি, সাম্পান মঞ্চ, জুস কর্নারসহ লাইভ অ্যানিমেল ও বিভিন্ন প্রানির ভাস্কর্য। এখানে আরও আছে উডেন কটেজ, শিশুদের বিনোদন পার্ক।
তিনি জানান, পিকনিক, কনফারেন্স, কনসার্ট, বিয়েসহ যেকোনো অনুষ্ঠানের জন্য পার্কটি ভাড়া নেয়ারও সুযোগ থাকবে। ২০১৫ সালের শুরুর দিকে এই পার্কের কাজ শুরু হয়। উদ্বোধনের আগেই পার্কটি দেখার জন্য পর্যটকরা ভিড় করছেন।