Search
Close this search box.
Search
Close this search box.

Iphone-6-and-6-Plusমাত্র এক ডলারে পাওয়া যাবে আইফোন ৬ ও ৬ এস! অনলাইন বেচাকেনার প্রতিষ্ঠান বেস্ট বাই এই অবিশ্বাস্য অফার দিয়েছে বলে ম্যাশবলের এক খবরে বলা হয়েছে।

খবরে প্রকাশ, ভারিজন ওয়ারলেস এবং স্প্রিন্টারের সাথে দুই বছর মেয়াদী একটি বিশেষ চুক্তি করলেই পাওয়া যাবে এ সুযোগ। তবে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এই অফার থাকছে মাত্র তিন দিন।

chardike-ad

বেস্ট বাই এর ওয়বে সাইটে দেখা গেছে, সেখানে এই পণ্যটির বিক্রির জন্য ডিসপ্লেতে রাখা হয়েছে এবং বলা হয়েছে ১৯৯ ডলার সাশ্রয় করুন।

১৬ গিগা বাইটের এই পণ্যটি সাধারনত ২০০ ডলারে বিক্রি করে বেস্ট বাই।

বেস্ট বাই এর এই আইফোন অফারে আরও একটি সুযোগ দিয়েছে। অনলাইন কেনাবেচার এই সাইটি জানিয়েছে আইফোন ৬ কেনার সময় আইফোন ৫ দিলে পাওয়া যাবে বেস্ট বাই এর ২০০ ডলারের একটি গিফট কার্ড। এই কার্ডে পরে কেনা যাবে নিজের ইচ্ছে মতো পণ্য। (অর্থসূচক)