আগামীকাল সিউলে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র (বিসিকে) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪ সালে বিসিকের গঠিত হওয়ার পর এইটা হবে দ্বিতীয় নির্বাচন। দক্ষিণ কোরিয়ায় কমিউনিটি সংগঠন হিসেবে সম্প্রতি সরকারী রেজিস্ট্রেশনও পেয়েছে বিসিকে।

সিউলের কেইবি হানাব্যাংকের হেড অফিসের মিলনায়তনে রবিবার দুপুর একটায় নির্বাচনী কার্যক্রম শুরু হবে। ক্যাটাগরিভিত্তিক ৪০ সদস্য নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ার পর আঞ্চলিক কোটায় ১১ জনকে নির্বাচিত করা হবে। ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সরাসরি ভোটেই সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

chardike-ad

bck-logoউল্লেখ্য, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারী নির্বাচনের পর ঐ মাসের ২৩ তারিখ শপথ নেয় ৩১ সদস্যবিশিষ্ট বিসিকের নির্বাহী কমিটি। এবারের নির্বাহী কমিটিতে বেশকিছু পরিবর্তন এনেছে বিসিকে। ৩১ সদস্যের স্থলে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি হবে। কোটা ভিত্তিক সদস্য সংখ্যা বাড়লেও নির্বাহী কমিটির বিন্যাস আগের মতোই। ব্যবসায়ী, নাগরিকত্ব এবং ইপিএস কোটা ৫ জন থেকে বেড়ে ১০জন করে করা হয়েছে। ছাত্রছাত্রী এবং প্রফেশনাল ক্যাটাগরির কোটা আগের মতই থাকছে। আঞ্চলিক কোটা বাড়িয়ে ১১জন করা হয়েছে।

সদস্য ফি প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করেছে বিসিকের বর্তমান নির্বাহী কমিটি। নতুন নির্বাহীর সদস্যদেরকেই এক বছরের মাসিক দশ হাজারের নির্ধারিত ফি আগেই জমা দিতে হবে। ব্যবসায়ী, নাগরিকত্ব এবং আঞ্চলিক কোঠায় নির্বাচিতদেরকে অতিরিক্ত ২ লাখ উওন করে অনুদান দিতে হবে।

এছাড়া বর্তমান কমিটির কোন সদস্যের বকেয়া থাকলে এইবারের নির্বাহী কমিটি স্থান পাবেন না।

যেভাবে যাবেনঃ সিউল সাবওয়ের দুই নাম্বার লাইনের ওলজিরু ১গা ৫ নাম্বার এক্সিট।