Search
Close this search box.
Search
Close this search box.

north-koreaদক্ষিণ কোরীয় বংশোদ্ভূত এক কানাডীয় ধর্ম যাজককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ আদালত। ৬০ বছর বয়সী হেউন সু লিম নামের ওই যাজকের বিরুদ্ধে উত্তর কোরিয়ার বর্তমান শাসকগোষ্ঠীকে উচ্ছেদ করে দেশটিকে একটি ধর্মরাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সব ধরনের ধর্মীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা উত্তর কোরিয়ার দুর্গতদের মানবিক সহায়তা করতে সঙ্গীদের গত ৩১ জানুয়ারি দেশটির রাজধানী পিয়ং ইয়ংয়ে পৌঁছান হেউন সু লিম। তিনি লাইট কোরিয়ান প্রেসবাইতেরিয়ান চার্চের প্রধান। এই সংস্থার প্রধান হিসেবে গত দুই দশকে তিনি উত্তর কোরিয়ায় বহুবার বিভিন্ন মানবিক তৎপরতায় অংশ নিয়েছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তাকে আটক করা হয়।

chardike-ad

দেশটির সুপ্রিম কোর্টে ৯০ মিনিটের বিচারকার্য শেষে তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়। গ্রেফতারের পর তিনি অপরাধে জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন বলে এর আগে সংবাদ প্রকাশ করে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম।

উত্তর কোরিয়া দাবি করে যে তিনি একবার এক লেকচারে বলেছিলেন যে, ঈশ্বরের ভালোবাসাতেই উত্তর কোরিয়া ধ্বংস হয়ে যাওয়া উচিত।

সূত্র: বিবিসি