সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিবাসী শ্রমিকের বিছানায় বিশ্রামরত ছবি পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সিঙ্গাপুরের জনশক্তি বিষয়ক মন্ত্রী তেও সার লুক।
ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, কিছু শ্রমিক প্রতিদিন মেট্রেস ছাড়া বিছানায় ঘুমাতে পছন্দ করে বলে আমি জানতে পেরেছি। নিজ দেশে ফিরে যাওয়ার পরও তারা এই অভ্যাস পরিবর্তন করতে পারেন না।
তবে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠায় মন্ত্রীর সেই পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়।