Search
Close this search box.
Search
Close this search box.

narayanganjএলাকায় মাইকে প্রচার করা হল তার মৃত্যু সংবাদ। কবর খোঁড়াও শেষ। কাফনের কাপড়ও প্রস্তুত। জানাজার সব আয়োজন এক প্রকার সম্পন্ন। গোসলের সময় তিনি নড়েচড়ে কাশি দিয়ে উঠলেন। তার নাম তকদির হোসেন (৫৫)। তিনি একজন ঝুট ও তুলা ব্যবসায়ী।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানি এলাকার ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। এতে হতবাক হয়ে যান পরিবারের লোকসহ এলাকাবাসী।

chardike-ad

তকদির হোসেনের ছেলে মামুন জানান, তার বাবা ৭ দিন ধরে অসুস্থ। তাকে হাসপাতাল থেকে বৃহস্পতিবার বাড়ি আনা হয়। সকাল ১০টায় হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে তার বাবা মারা গেছেন বলে মাইকে ঘোষণা দেয়া হয়। তাকে ঘর থেকে বের করে মসজিদের লাশবাহী খাটেও শুইয়ে রাখা হয়। বাড়িতে চলে মরা কান্না।

ইতিমধ্যে কবর খোঁড়াও শেষ হয়ে যায়। কাফনের কাপড় কাটা হয়। বিকাল সাড়ে ৩টায় লাশের গোসল করাতে নেয়া হয়। যখন শরীরে গরম পানি ঢালা হয় তখনই নড়েচড়ে উঠেন তকদির হোসেন এবং পরপর ৩টি কাশি দেন। আর দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।