অনলাইন প্রতিবেদক, ৫ জুলাই ২০১৩:

কোরিয়ার স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা দিনদিন স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে। ইকুয়ালিটি এন্ড ফ্যামিলি মিনিস্ট্রি’র এক জরিপ থেকে জানা যায় প্রায় ১৮ শতাংশ ছাত্রছাত্রী স্মার্টফোনে আসক্ত। জরিপ থেকে আরো জানানো হয় হাইস্কুল ছাত্রছাত্রীরা স্মার্টফোনে krসবচেয়ে বেশি আসক্ত।

chardike-ad

ইয়ুথ কাউন্সেলিং এন্ড ওয়েলফেয়ার ইন্সটিটিউটের কর্মকর্তা ছোয়ে ইউ আন ছাত্রছাত্রীদের স্মার্টফোন আসক্তি থেকে বাচাতে পিতামাতাদের সতর্ক হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন স্কুলের ছাত্রছাত্রীদের যতটা পারা যায় বেশি বয়সে মোবাইল কিনে দেওয়া উচিত। তাছাড়া মোবাইল কিনে দিলেও লিমিটেড প্যাকেজ কিনে দেওয়া উচিত যাতে অনির্দিষ্ট সময় ধরে ছাত্রছাত্রীরা মোবাইলে সময় ব্যয় না করে।

উল্লেখ্য, ইকুয়ালিটি এন্ড ফ্যামিলি মিনিস্ট্রি কোরিয়ার ১৭ লাখ ছাত্রছাত্রীর উপর এই জরিপ চালায়। যার মধ্যে ১৩ লাখ ছাত্রছাত্রী জানিয়েছে তারা মোবাইল ব্যবহার করে এবং ২ লাখ ৪০ হাজার ছাত্রছাত্রী স্মার্টফোনে আসক্তির কথা জানিয়েছে।