নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এক কিশোরের ঘুষিতে আহত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। বুধবার দেশটির গালিসিয়া অঞ্চলের এক নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় হঠাৎ তার মুখে বাম হাত দিয়ে সজোরে ঘুষি মেরে দেয় ১৭ বছর বয়সী ওই কিশোর। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর চশমা ভেঙে গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
দেশটির ক্ষমতাসীন পপুলার পার্টির একটি সূত্র পরিচয় না প্রকাশ শর্তে জানান, রোববারের নির্বাচন উপলক্ষে ওই অঞ্চলের পনতেভেদ্রাতে প্রচারণা চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সে সেময়ই ওই কিশোর ভিড় ঠেলে কাছে এসে বাম হাত দিয়ে সজোরে প্রধানমন্ত্রীর মুখ বরাবর ঘুষি মেরে দেয়।
এ ঘটনার পরও নির্বাচনী প্রচারণা চালিয়ে যান মারিয়ানো। পরে ওই কিশোরকে আটক করেছে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, কালো রংয়ের জ্যাকেট পরা এক কিশোর প্রধানমন্ত্রীর বাম পাশের চোয়ালে সজোরে ঘুষি মেরে দেন। ঘুষির আঘাতে মাটিতে পরে যান মারিয়ানো রাজয়। এ সময় তার চশমা ভেঙে যায়।
রাজয়ের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সোমবার এক নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর প্রধান বিরোধী দলীয় নেতা সোসালিস্ট পার্টির পেদ্রো সানচেজের সমালোচনা করেন। ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছেন পেদ্রো।