বুধবার লন্ডনের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘এক জীবন’ খ্যাত মডেল-অভিনেত্রী মাহমুদা আমিন শায়না। নবজাতকের নাম রাখা হয়েছেন আরশিয়া। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
গেল এপ্রিলে লন্ডন প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করেন শায়না। এর কিছুদিন আগে হঠাৎ মিডিয়া থেকে লাপাত্তা হয়ে যান এ অভিনেত্রী। দীর্ঘদিন তার কোন খবর না থাকলেও, বিভিন্ন সূত্র থেকে জানা যায় স্বামীর সঙ্গে লন্ডনে একটি রেস্টুরেন্ট খুলেছেন শায়না। সবশেষ গত ১৬ আগস্ট তার মা হতে যাওয়ার সংবাদটি ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানান। এ সময় তিনি লেখেন, ‘পেটে আর্শিবাদ নিয়ে ঘুরছি।’
সম্প্রতি চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয়ার জন্য শায়নাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার সেখানেই জন্ম নেয় আরশিয়া।
এদিকে শায়না জানান, আরশিয়ার জন্মের মাধ্যমে তার জীবনে পূর্ণতা এসেছে। এখন আর কিছুই চাওয়ার নেই তার। মাসুদ ও আরশিয়াকে নিয়ে সুখে থাকতে সবার দোয়াও চেয়েছেন।