বাংলাদেশে প্রথম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে জামাতকে প্রতীক না দেয়ায়, আমাদের ফেসবুকে একজন পাঠকের মন্তব্য ‘জামাত নির্বাচন করবে পাকিস্তানে, এই দেশে না’৷ তবে বেশিরভাগ বন্ধুরই চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন৷
নিরপেক্ষ নির্বাচন হবে না বলেই ধারণা ডয়চে ভেলের ফেসবুক বন্ধু মো.হাকিমের৷ তাঁর পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি যেমনটা দেখেছেন: ‘‘মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারলে দলীয় প্রতীকে নির্বাচনে সমস্যা না, কিন্তু শতকরা ৯৯ ভাগই সত্যি যে মানুষ তার নিজের ভোটটা দিতে পারবে না৷ আওয়ামী লীগ ক্যাডার অথবা আওয়ামী পুলিশলীগ কেন্দ্র দখল, ভোটের আগেই ভোট বাক্সে ভোট ভর্তি থাকবে, যা আমরা ঢাকা ও চট্টগ্রামে সিটি নির্বাচনে দেখেছি, তবে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না হওয়াটা স্রেয়৷”
নিরপেক্ষ নির্বাচন হবে না বলে বিশ্বাস ডয়চে ভেলের ফেসবুক পাঠক মোহাম্মদ আলতাফেরও৷ তাই তিনি সরাসরি তাঁর মত জানিয়েছেন লিখেছেন, ‘‘আমরা ঐ ভণ্ড সিইসির ও নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন সমর্থন করি না৷
সূত্রঃ ডয়চে ভেলে