Search
Close this search box.
Search
Close this search box.

electionবাংলাদেশে প্রথম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে জামাতকে প্রতীক না দেয়ায়, আমাদের ফেসবুকে একজন পাঠকের মন্তব্য ‘জামাত নির্বাচন করবে পাকিস্তানে, এই দেশে না’৷ তবে বেশিরভাগ বন্ধুরই চাওয়া একটি নিরপেক্ষ নির্বাচন৷

নিরপেক্ষ নির্বাচন হবে না বলেই ধারণা ডয়চে ভেলের ফেসবুক বন্ধু মো.হাকিমের৷ তাঁর পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি যেমনটা দেখেছেন: ‘‘মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারলে দলীয় প্রতীকে নির্বাচনে সমস্যা না, কিন্তু শতকরা ৯৯ ভাগই সত্যি যে মানুষ তার নিজের ভোটটা দিতে পারবে না৷ আওয়ামী লীগ ক্যাডার অথবা আওয়ামী পুলিশলীগ কেন্দ্র দখল, ভোটের আগেই ভোট বাক্সে ভোট ভর্তি থাকবে, যা আমরা ঢাকা ও চট্টগ্রামে সিটি নির্বাচনে দেখেছি, তবে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না হওয়াটা স্রেয়৷”

chardike-ad

নিরপেক্ষ নির্বাচন হবে না বলে বিশ্বাস ডয়চে ভেলের ফেসবুক পাঠক মোহাম্মদ আলতাফেরও৷ তাই তিনি সরাসরি তাঁর মত জানিয়েছেন লিখেছেন, ‘‘আমরা ঐ ভণ্ড সিইসির ও নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন সমর্থন করি না৷

সূত্রঃ ডয়চে ভেলে