চীন ও পাকিস্তান যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ‘ইউওয়াই ৫’ নামের দু’সপ্তাহের মহড়ায় দেশ দু’টির বিশেষ বাহিনী অংশগ্রহণ করছে। এ মহড়া চীনের নিংসিয়া হুই স্বায়ত্বশাসন অঞ্চলের কিংতোংসিয়া শহরে শুরু হয়েছে।
মহড়ার আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান এবং চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএর পদস্থ সেনা কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ সময়ে দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
বন্ধুত্ব বছর ২০১৫’এর অংশ হিসেবে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ায় সন্ত্রাসীবিরোধী অভিযান, পণবন্দী উদ্ধার, কর্ডন দেয়া এবং তল্লাসি চালানোর ওপর গুরুত্ব দেয়া হবে।
উত্তরাঞ্চলীয় চীনের চরম আবহাওয়ায় এ মহড়া চলবে। পাকিস্তান সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী যুদ্ধের অভিজ্ঞতা এ মহড়ার মাধ্যমে বিনিময় করা হবে। এ ছাড়া পাক-চীন গভীর সামরিক সম্পর্ককে আরো জোরদার করবে এ মহড়া।
সূত্র : ডেইলি পাকিস্তান