ভারতের উত্তরপ্রদেশের দাদরির বিশাদা গ্রামে কয়েক মাস আগে ফ্রিজে গরুর মাংস রেখে খাওয়ার দায়ে ৫০ বছর বয়সী মোহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করে উগ্রপন্থী হিন্দুরা। এখন সেই গ্রামটিকে শুদ্ধ করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য এক শুদ্ধি অনুষ্ঠান হাতে নিয়েছে ওই গ্রামের বাসিন্দারা।
নিউজ ১৮ তে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গো-মূত্র ও গঙ্গাজল ব্যবহার করে বিশাদা গ্রাম শুদ্ধ হবে।
এক মন্দিরের পুরোহিত সাধভি হার সিধি গিরি বলেন, ইতোমধ্যে গ্রামে যা ঘটেছে তা এখানকার বায়ুমণ্ডল ও পরিবেশ অশুদ্ধ করেছে। তাই সময়ের প্রয়োজনে শুদ্ধিকরণ দরকার।
সঠিক প্রথায় শুদ্ধিকরণের অনুষ্ঠানে স্থানীয় ঘাট থেকে গঙ্গাজল নিয়ে অংশগ্রহণ করবেন বারানসি পুরোহিত।