অনলাইন প্রতিবেদক, ২ জুলাই ২০১৩:

অবশেষে উদ্বেগ উৎকন্ঠার অবসান হলো, মুখে হাসি ফুটলো সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। বৈধ হওয়ার জন্য বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের দেওয়া বিশেষ ক্ষমার মেয়াদ চার মাস বাড়ানো হয়েছে।
king-abdullah20130702032459
এর ফলে আগামী ৪ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের শাস্তি বা জরিমানা ছাড়াই অবৈধ শ্রমিকরা বৈধ হতে পারবেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এই খবর নিশ্চিত করেছে।

chardike-ad

বার্তা সংস্থাটির তথ্যমতে, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই সময় বর্ধিত করা হয়।

নির্ধারিত সময়ের পর সৌদি শ্রম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ শ্রমিকদের গ্রেফতারে যৌথ অভিযান পরিচালনা করবে বলেও বিবৃতিতে জানানো হয়।
সকল অবৈধ প্রবাসীকে নতুন এই বর্ধিত সময়সীমার মধ্যে বৈধ হওয়ার জন্য শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সূত্রঃ বাংলা নিউজ২৪.কম