Search
Close this search box.
Search
Close this search box.

shahadatশিশু গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। আজ মঙ্গলবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহাদাতকে আগামী ৩১ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন।

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে ওই আদেশ দেন।

chardike-ad

গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে খন্দকার মোজাম্মেল হক এ মামলা করেন।

এরপর চলতি বছর ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগে বাবার বাসা থেকে জেসমিন জাহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তার রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে পুলিশ শাহাদাত হোসেনকে তিন দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়।