ফিলিস্তিনের পশ্চিমতীরে বৃহস্পতিবার ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রয়টার্স এ খবর জানিয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার ইসরাইলি সেনারা পশ্চিমতীরের রামাল্লার কাটানি গ্রামে অভিযান চালায়। ইসরাইলি সেনাদের দাবি, এসময় বাসিন্দারা তাদের লক্ষ্য করে ইট ও পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এসময় তারা গুলি চালালে ২১ বছরের এক যুবক মারা যান।
অপর ঘটনাটি ঘটে নাবলুসের কাছ এক সেনা চৌকিতে। সেখানে ইসরাইলের আধাসামরিক বাহিনী এক মধ্য বয়স্ক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। নিহতের বয়স ৫১ বছর বলে জানায় ফিলিস্তিনি কর্মকর্তারা।
ইসরাইলি পুলিশ দাবি করে, ওই ব্যক্তি তাদের উপর ছুরি নিয়ে হামলার চেষ্টা করেছিল।
তৃতীয় ঘটনাটি ঘটে হেবরনের কাছে আল-আরৌব শরণার্থী ক্যাম্পে। সেখানে সংঘর্ষের সময় ২০ বছরের এক যুবককে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।