Search
Close this search box.
Search
Close this search box.

women-umpireএই প্রথমবার নারী আম্পায়রদের বাইশ গজে নিয়ে আসার সিদ্ধান্ত নিলো আইসিসি। নারীদের খেলার উন্নয়নের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পাঁচজন নারী অফিসিয়ালকে নিযুক্ত করল।

২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টির কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। তখনই এই পাঁচ আম্পায়াকে ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামাবে আইসিসি।

chardike-ad

নিউজিল্যান্ডের ক্যাথলিন ক্রস, অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক, ইংল্যান্ডের সু রেডফ্রেন ও ওয়েস্ট ইন্ডিজের জ্যাকলিন উইলিয়ামস হলেন আইসিসি’র নিয়োজিত পাঁচ আম্পায়ার।

বাংলাদেশ, চীন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে নারীরা টি-টোয়েন্টি কোয়ালিফায়ারে অংশ নেবে। ক্রিকেটের এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আইসিসিকে সকলেই সাধুবাদ জানাচ্ছে।