সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (এসএনইউ) কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির অধিভুক্ত কলেজসমূহে মা হয়েছেন এমন শিক্ষার্থীরা যাতে নিজ নিজ বাচ্চাদেরকে বুকের দুধ পান করাতে পারেন সে জন্য পৃথক কক্ষ তৈরি করে দেয়ার উদ্যোগ নিয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় যে তাঁরা শীঘ্রই কলেজসমূহে এ বিষয়ে জরিপে চালাবেন যে ঠিক কি পরিমাণ জায়গা একেকটি কলেজের প্রয়োজন। চাহিদা অনুযায়ী প্রতিটি কলেজে এই ‘স্তন্যদান কক্ষ’ স্থাপনের জন্য সর্বোচ্চ ৩০ লাখ কোরিয়ান উওন পর্যন্ত ব্যয় করা হবে। এসব কক্ষে ব্রেস্ট পাম্প ও রেফ্রিজাটেরের সুব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, কোরিয়ায় বর্তমানে প্রায় ২ হাজার বিবাহিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও গবেষণার কাজে নিয়োজিত শিক্ষার্থী রয়েছেন।
বর্তমানে এসএনইউ’র একটিমাত্র স্তন্যদান কক্ষ রয়েছে যেটি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতেই প্রতিটি কলেজে এমন কক্ষ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।