japan-oldest-menচলতি বছর জাপানে ১০০ বছর পূর্ণ করছেন প্রায় ৩০ হাজার মানুষ। এ নিয়ে ১০০ বছর পূর্ণ করা মানুষের তালিকায় জাপান প্রথম স্থানেই রইল। বর্তমানে সেদেশে শতায়ু মানুষের সংখ্যা ৬১ হাজার!

জাপানে শতায়ু মানুষের সংখ্যা এত বেশি যে, প্রতি বছর সেখানে ১৫ সেপ্টেম্বর ‘সিনিয়রস ডে’ দিবস হিসেবে পালিত হয়। দিনটি জাপানে জাতীয় ছুটির দিন।

chardike-ad

সবচেয়ে মজার বিষয় হলো দিনে দিনে জাপানে মানুষের আয়ু বাড়ছে । সেইসঙ্গে বাড়ছে শতায়ু মানুষের সংখ্যাও।

১৯৬৩ সালে জাপানে শতায়ুর সংখ্যা ছিল ১৫৩ জন। ১৯৯৮ সালে তা গিয়ে দাঁড়ায় ১০ হাজার জনে। আর ২০১৫ সালে সেখানে শতায়ুর সংখ্যা ৬১ হাজার ৫৬৮ জন।