North_koreaদেশের পূর্ব উপকূলের সবকটি বন্দরে যাত্রীবাহী জাহাজ বা ভারী পণ্যবাহী নৌকা চলাচল স্থগিত করেছে উত্তর কোরিয়া।

যা দেখেশুনে মনে হচ্ছে, পূর্ব উপকূলের কোনো বন্দর থেকে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে নর্থ কোরিয়া। ইয়নহ্যাপ সংবাদসংস্থাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে রয়টার্স।

chardike-ad

১১ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে সব ধরনের জাহাজ চলাচলের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। উচ্চপদ্স্থ এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে ইয়নহ্যাপ।

সরকারি সূত্রের খবর, ” উত্তর কোরিয়া এক নয়া ব্যালেস্টিক মিসাইল লঞ্চ করার চূড়ান্ত পরিকল্পনা করেছে।” মিসাইলটি আদতে সোভিয়েত ইউনিয়নে তৈরি বলেও খবর মিলেছে। যদিও উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরকে সত্যতা স্বীকার করেনি।

মন্ত্রী এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সে দেশের মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, পূর্ব উপকূলে যে এলাকায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে, তার কাছেই ওনসান শহরে বন্দরের অদূরেই সে দেশের প্রধান নেতা জং উনের পারিবারিক আবাস।