bangladesh-teamটেস্ট খেলুড়ে দলকে ওয়ানডেতে ৭বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে কোনো দলকেই হোয়াইটওয়াশ করতে পারেনি টাইগাররা। তবে এবার মোক্ষম সুযোগ বাংলাদেশের সামনে। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে নিয়ে ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগারা। আজ জয় পেলেই টেস্ট খেলুড়ে দলকে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করবে মাশরাফি বাহিনী।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই বাংলাদেশ তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিল। সেই ম্যাচে অবশ্য জয় পেয়েছিল। তবে এই ফরম্যাটে বাংলাদেশের খুব বেশি সুখকর অভিজ্ঞতা নেই। ২০১৩ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়ের বিপক্ষেই বাংলাদেশ পেয়ে যেতে পারে প্রথমবারের মতো কোনো টেস্ট দলের বিপক্ষে সিরিজ জয় এবং হোয়াইটওয়াশের স্বাদ।

chardike-ad

আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বিকেলে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নেওয়ার পর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিও জিতে নিয়েছে বাংলাদেশ।

জানা গেছে, আজকের ম্যাচে বাংলাদেশ শিবিরে কিঞ্চিত পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়া এনামুল হক বিজয় আরো একটি সুযোগ পেতে পারেন। দলে স্থান পেতে পারেন আরাফাত সানী ও কামরুল ইসলাম রাব্বিও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন, জুবায়ের হোসেন লিখন, মুস্তাফিজুর রহমান।