বিশ্বের ১৬০টির বেশি দেশ যাত্রীবাহী বিমানের ওপর কৃত্রিম উপগ্রহ দিয়ে নজরদারির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। গত বছর মালয়েশিয়া এয়ারলাইন্সের রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ৩৭০’এর মতো ঘটনা ঠেকাতে এ জাতীয় নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে।
জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকম্যুনিকেশন ইউনিয়ন বা আইটিইউ’র বৈঠকে গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বিশ্বের ১৬০’টির বেশি দেশ অংশ গ্রহণ করেছে। আইটিইউ’র মহাসচিব হোলিন ঝাও এক বিবৃতিতে বলেন, রেকর্ড সময়ে এ বিষয়ে চুক্তিতে পৌঁছে যাত্রী বিমানের ওপর নজর রাখা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগে সাড়া দেয়া হয়েছে।
এতে আরো বলা হয়েছে, রহস্যজনক ভাবে এমএইচ৩৭০’এর নিখোঁজ হওয়ার বিষয়টি এ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যাপক প্রভাবে ফেলেছে।
মালয়েশিয়া এয়ারলাইন্সের চীনগামী বোয়িং-৭৭৭ বিমানটি গত বছর ৮ মার্চ কুয়ালালামপুর থেকে ২৩৯ আরোহী নিয়ে ওড়ার প্রায় এক ঘণ্টা পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর কয়েকটি দেশ সম্মিলিতভাবে নজিরবিহীন অনুসন্ধান তৎপরতা শুরু করলেও এ পর্যন্ত বিমানটি সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় নি।