sahrukh-modiভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারিয়ে দিয়েছেন বলিউড শাহেনশাহ শাহরুখ খান। ক্ষমতাসীন বিজেপি কিংবা উগ্র হিন্দুবাদী শিবসেনা যতই প্রচারণা চালাক না কেন, জনপ্রিয়তার বিচারে মোদির চেয়ে এগিয়ে আছেন শাহরুখ খান। তবে সেটা রাজনীতির ময়দানে নয়, টুইটারে।

এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখের ফলোয়ার এখন এক কোটি ৬০ লাখ। আর মোদির এক কোটি ৫৮ লাখ। তবে তাদের দুজনের চেয়েই এগিয়ে আছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তার ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৭৬ লাখ।

chardike-ad

অর্থাৎ ফলোয়ারের দিক থেকে প্রথম স্থানে আছেন অমিতাভ, দ্বিতীয় স্থানে শাহরুখ, তৃতীয় স্থানে মোদি।

শাহরুখ টুইটারে @iamsrk হিসেবে যোগ দেন ২০১০ সালের ৩ জানুয়ারি। তারপর থেকেই তিনি অত্যন্ত সক্রিয় আছেন এই মাধ্যমে। সারা বিশ্বেই তার ফ্যান ছড়িয়ে আছে।