selfyসেলফি অবসেশন কোন পর্যায়ে পৌঁছতে পারে তা দেখিয়ে দিলেন এক চীনা যুবক। সেলফি তোলার জন্য ইমার্জেন্সি চেন টেনে ট্রেন থামতে বাধ্য হলো।। আর সেই সুযোগে রেল লাইনের মাঝে দাঁড়িয়েই সেলফি তুললেন ওই যুবক।

ঘটনাটি ঘটেছে চীনের বেইজিং-সাংহাই ট্রেন লাইনের মাঝে। পুলিশ জানিয়েছে, বছর উনিশের এক যুবক ট্রেন সেলফির নেশায় কাঁটাতার পেরিয়ে লাইনের কাছে চলে আসে। এটা দেখে বাধ্য হয়ে চালককে ট্রেন থামাতে হয়। যুবকটির কাছে একটি কাঠের লাঠি পাওয়া গেছে। যেটিকে সে সেলফি স্টিক হিসাবে ব্যবহার করছিল। এবং সেলফি তুলতে রেল লাইনের মাঝে চলে গিয়েছিল। তবে পিছন থেকে হঠাৎ করেই চলে আসে ট্রেন। যা দেখে প্রাণ বাঁচাতে তড়িঘড়ি রেল লাইনের বাইরে ঝাঁপ দেয় ওই যুবক। তবে কাঠের লাঠিটি রেল লাইনেই পড়েছিল।

chardike-ad

ঘটনাটি প্রত্যক্ষ করেই সঙ্গে সঙ্গে ব্রেক কষে ট্রেন থামান চালক। আটক করা হয় অভিযুক্ত যুবককে। পরে চীনা মু্দ্রায় ৫০০ য়ুয়ান জরিমানাও আদায় করে পুলিশ।